আর মাত্র একদিন পর ঈদুল আজহা। তাই প্রিয় জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি রাজধানী ছাড়ছে লাখো মানুষ। শুক্রবার (৮ই জুলাই) রাজধানীর গাবতলী বাসটার্মিনালে বাড়িফেরা মানুষের উপচে পড়া ঢল লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বাড়িফেরা মানুষেরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গাড়ি পাচ্ছে না। গাবতলী থেকে পাটুরিয়া ঘাটে যাওয়া সেলফি পরিবহন দেখা যায়নি। গাবতলীর যাত্রীরা গাড়ি সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। যাত্রীদের ঢল রয়েছে সায়দাবাদসহ অন্যান্য বাসটার্মিনালেও।
এদিকে, সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ভীড় দেখা গেছে। স্টেশন থেকে কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও বেশিরভাগই সময়মতো ছেড়ে গেছে। এছাড়া, ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি হচ্ছে আজও। যা চলবে ১১ই জুলাই পর্যন্ত।