সারা দেশে মৌলবাদী শক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। তাই সাম্প্রদায়িকতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা। আজ রোববার (২৬শে জুন) বিকেলে জাতীয় জাদুঘরের শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় যোগ দিয়ে তারা এই আহবান জানান। এসময় জাহানারা ইমামের দেখানো পথে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল আন্দোলনের পুরোধা শহীদ জননী জাহানারা ইমামের ২৮ মত মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে আলোচনা সভার আয়োজন করা হয়। মৌলবাদের উত্থান ও করণীয় বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
আলোচনায় যোগ দিয়ে বক্তারা বলেন, মৌলবাদী চক্র আবারো নাশকতার পাঁয়তারা করছে। তাদের প্রতিহত করতে সারাদেশে সাংস্কৃতিক বিপ্লব ও জাগরণ সৃষ্টি করার আহবান জানান বিসিষ্টজনেরা। শহীদ জননী জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সংস্কৃতির সাথে রাজনীতির সূত্রপাত ঘটাতে হবে বলেও জানান বক্তারা।