মালয়েশিয়ার পাম অয়েলের দাম আরও কমেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) দেশটিতে ৪ মাসের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে কৃষিজ পণ্যটি। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশ ইন্দোনেশিয়া রপ্তানির পরিমাণ বাড়াতে যাচ্ছে। এছাড়া মালয়েশিয়াতেও উদ্ভিজ্জ পণ্যটির উৎপাদন বাড়ার পূর্বাভাস রয়েছে। ফলে দেশটিতে পাম অয়েলের মূল্য হ্রাস পেয়েছে।
গতকাল এক সপ্তাহের ব্যবধানে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ৭ দশমিক ৫ শতাংশ পড়েছে। অন্যতম শীর্ষ বাজার বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম ৯৯ রিঙ্গিত বা ১ দশমিক ৭৮ শতাংশ পতন হয়েছে। গতকাল প্রতি টন লেনদেন হয়েছে ৫ হাজার ৪৭৭ রিঙ্গিতে। আন্তর্জাতিক মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ২৪৪ দশমিক ৭৭ ডলার। গত ১৬ ফেব্রুয়ারির পর যা ৫ সর্বনিম্ন।
কুয়ালালামপুর ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে তা রপ্তানি বৃদ্ধি করেছে ইন্দোনেশিয়া। ফলে এদেশ থেকে পণ্যটি কিনতে সেদেশের প্রতি ঝুঁকতে পারেন ক্রেতারা। সেই আশঙ্কায় মালয়েশিয়ান পাম ওয়েলের দাম কমেছে।
উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজার বাধ্যবাধকতা প্রকল্পের আওতায় ৬ লাখ ২ হাজার ১৪২ টন ভোজ্যতেল চালানের অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়া। গত বুধবার এ তথ্য জানান দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ওকে নুরওয়ান।