চলতি মাসে মালয়েশিয়ান পাম অয়েলের মূল্য ব্যাপক কমেছে। ২০০৮ সালের অক্টোবরের পর মাসিক ভিত্তিতে যা সর্বনিম্ন বাজারদর। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
মূলত কম রপ্তানি এবং শীর্ষ উৎপাদক দেশ ইন্দোনেশিয়া বায়োডিজেল ম্যান্ডেট বাড়ানোর বিবেচনা করায় কৃষিজ পণ্যটির দাম এত কমেছে।
গতকাল বৃহস্পতিবার বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে বাজার আদর্শ পাম অয়েলের দর ৯ রিঙ্গিত বা শূন্য দশমিক১৮ শতাংশে বন্ধ হয়। প্রতি টনের মূল্য স্থির হয় ৪ হাজার ৯১২ রিঙ্গিতে (১ হাজার ১১৪ ডলার ১৮ সেন্ট)। এ নিয়ে চলতি মাসে উদ্ভিজ্জ পণ্যটির দাম ২২ শতাংশ কমল।
বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ মালয়েশিয়া। চলতি জুনে পণ্যটির দাম আগের মাসের তুলনায় ১০ থেকে ১৩ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। সাধারণত, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) রপ্তানি ব্যাপক হারে কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এবার প্রচুর পরিমাণে পাম অয়েল উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। সাধারণত, অনুকূল আবহাওয়া বিরাজ করায় দেশ দুটিতে ভোজ্যতেলের অন্যতম উপকরণের ব্যাপক ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।