বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘নির্দলীয় সরকার ছাড়া শুধু বিএনপি নয়, কোন দলকেই নির্বাচনে যেতে দেয়া হবে না। এমনকি ভোট নিয়ে কারচুপি হলে প্রতিহত করা হবে।’
সোমবার (৪ জুলাই) খিলগাঁও থানা বিএনপির ১, ২, ৩ নম্বর ওয়ার্ড সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ‘ভোট ডাকাতি না হলে জনপ্রিয়তার শীর্ষে থাকা বিএনপি বারবার ক্ষমতায় আসতো।’
‘আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় সরকারের অধীনে হতে হবে, তবেই বিএনপি অংশ নেবে বলে জানান তিনি। সরকার পতনে আন্দোলনের পরিকল্পনা নিয়ে পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন, তারা গুন্ডামী করেন না, তবে কেউ করলে তা প্রতিহত করতে জানেন। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নির্বাচিত এমপিদের পাহারা দেওয়া সম্ভব, ভোট ডাকাতদের পাহারা দেওয়া সম্ভব নয়।’