পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ এবং বোটাদ জেলায় ৯৮ শতাংশ মিথানলযুক্ত অ্যালকোহল পানের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটে। অ্যালকোহলের মাত্রা বাড়ানোর জন্য মিথানলযুক্ত অ্যালকোহল পান করার ফলে কমপক্ষে ২৮ জন মারা গেছেন এবং আরও ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। অসুস্থদের আহমেদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
টাইমস অফ ইন্ডিয়াকে পুলিশের মহাপরিদর্শক ভাবনগর অশোক যাদব বলেছেন, 'তারা যে মদ পান করেছিলেন তাতে ৯৮ শতাংশ মিথানল ছিল, এর মানে তারা শুধুমাত্র মিথানল খেয়েছিল, যা মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে।'
আহমেদাবাদ সিটি ক্রাইম ডিপার্টমেন্ট সন্দেহভাজন বিক্রেতা জয়েশ খাভাদিয়া এবং তার আট সহযোগীকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য,গুজরাট প্রদেশ ১৯৪৮ সালে নিহত মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৬০ সাল থেকে অ্যালকোহল তৈরি, বিক্রি এবং সেবন নিষিদ্ধ করেছে। কিন্তু কয়েক বছর যাবত সেখানে অবৈধ মদের ব্যবসা চলছে, বিষাক্ত মদ পান করে শত শত বাসিন্দা মারা গেছেন। সূত্র: ডেইলি মেইল