ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচলে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে।
ভারতের আসামে আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। গতকাল সোমবার রাজ্যটিতে আরও ১১ জনের মৃত্যুতে আসামে চলমান বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২ তে দাঁড়ালো।
পানি বন্দি হয়ে পড়েছেন রাজ্যটির ৩২ জেলার প্রায় ৪৭ লাখ বাসিন্দা।
এরইমধ্যে প্রায় সাড়ে ৫ হাজার গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। অসংখ ঘরবাড়ি তলিয়ে গেছে। হেক্টরের পর হেক্টর ফসলি জমি নষ্ট হয়ে গেছে।
ব্রহ্মপুত্র নদের পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবহাওয়াবিদরা সহসাই বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতির লক্ষণ দেখছেন না। পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়তেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
চেরাপুঞ্জিতে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় আরও বহু অঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।