ব্রাজিলের পারনাম্বুকো প্রদেশের রেসিফ এবং ওলিন্ডার শহরে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৫৬ জন। শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। জীবিতদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। রোববার বেসামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। ধ্বংস হয়েছে অনেক বাড়িঘর। সোমবার সেখানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
এদিকে, দক্ষিণ মেক্সিকোয় একটি হারিকেন আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ‘আগাথা’ নামের ঝড়টি ঘন্টায় ১১০ মাইল বেগে ধেয়ে আসতে পারে। এতে দক্ষিণ মেক্সিকোর কিছু অংশে ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।