বিশ্বে মাঙ্কিপক্স ভাইরাসে শনাক্ত এক হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র- সিডিসি। এই রোগে শনাক্ত আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
ঝুঁকি কম থাকলেও মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে আপাতত ঘনিষ্ঠতা না বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। মাঙ্কিপক্স থেকে বাঁচতে ভ্রমণকারীদের মাক্স ব্যবহারের পরামর্শ দিলেও পরবর্তীতে নির্দেশনাটি সরিয়ে নিয়েছে সিডিসি। মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোয় মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রয়েছে। তবে আফ্রিকার বাইরে ইউরোপ, আমেরিকায় কিছু দিন আগে পর্যন্তও এর প্রাদুর্ভাবের কথা শোনা যায়নি।
এখন যাদের মাঙ্কিপক্স হচ্ছে তারা কোথা থেকে সংক্রমিত হচ্ছে- তাও স্পষ্ট নয় বলে জানিয়েছে সিডিসি। সম্প্রতি উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে শনাক্ত হওয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যে ৩০২ জন, স্পেনে ১৯৮, পতুর্গালে ১৫৩, এবং কানাডায় ৮০ জন মাঙ্কিপক্সে শনাক্ত হয়েছেন।