বিশ্ববাজারে তেলের দাম গতকাল শুক্রবারও বেড়েছে। এ নিয়ে টানা ছয় সপ্তাহ জ্বালানি পণ্যটির মূল্য বাড়ল। ওপেক প্লাস জোটের সদস্যভুক্ত দেশগুলো উত্তোলন বাড়ানোর ঘোষণা দেয়ার পরও জ্বালানির দর বেড়েছে। দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বিশ্বের দুই-তৃতীয়াংশ তেলই হচ্ছে বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রড। গতকাল এর দাম বেড়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশ। আন্তর্জাতিক বাজারে এটি প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১১৮ ডলারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য বেড়েছে শূন্য দশমিক ২২ শতাংশ। ওই দিন এটি প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১১৭ দশমিক ১ ডলারে।
সম্প্রতি তেল উৎপাদনকারী দেশগুলো আগামী জুলাই ও আগস্টে প্রতিদিন ৬ লাখ ৪৮ হাজার ব্যারেল উত্তোলনে সম্মত হয়েছে। এতে সরবরাহ ৫০ শতাংশ বেড়েছে।
গত মার্চে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ১৪০ ডলারের কাছাকাছি চলে যায়। তবে এরপর কমতে থাকে। তবে চলতি সপ্তাহে ১২৩ ডলারের ওপরে উঠেছে। সবমিলিয়ে গত বছরের তুলনায় উভয় তেলের বেঞ্চমার্ক ৭০ শতাংশ বেড়েছে।
তেলের বাজার চড়া ও দাম বেশি থাকায় বিশ্বজুড়ে সরবরাহ সঙ্কট দেখা দিয়েছে। তবে গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্র ও ইউরোপে চাহিদা বাড়ছে।
এদিকে লকডাউন থেকে বেরিয়ে এসেছে চীন। ফলে দেশটিতে কারখানায় উৎপাদন বেড়েছে। এছাড়া ইউক্রেন ইস্যুতে রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফলে আপাতত তেলের মূল্য কমার সম্ভাবনা খুবই ক্ষীণ।