সরকারি কিংবা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিল বাকি রাখা যাবে না। থাকলে নিয়ম মেনে তা কেটে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এ অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় পরিকল্পনামন্ত্রী আরও জানান, বিদ্যমান সকল রাস্তার সংষ্কার কাজ পুরোপুরি শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে। এবারের একনেকে প্রায় ২ হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
দেশে বিদ্যুৎ বিতরণকারী ছয়টি প্রতিষ্ঠান হলো—বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
উল্লেখ্য, সময়মতো বিল পরিশোধে সরকারি প্রতিষ্ঠানগুলোর অনীহার কারণে গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে গতি সৃষ্টি করতে পারছে না বিদ্যুৎ বিতরণে নিয়োজিত বোর্ড-কোম্পানিগুলো।