বিএনপির চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশে দফায় দফায় বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১ টায় শহরের বনানী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্যামেরার সামনে কথা না বলার শর্তে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে।