বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন প্রণয় কুমার ভার্মা। বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি।
শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মিশনের দায়িত্বে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় ভার্মা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসা দোরাইস্বামী হাইকমিশনার হয়ে লন্ডনে যাচ্ছেন।
ভারতের পররাষ্ট্র বলছে, দ্রুত সময়ের মধ্যে ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন প্রণয় ভার্মা।