নদ-নদীর পানি কমতে থাকায় দেশে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সিলেটে ও সুনামগঞ্জে নিম্নাঞ্চলে বন্যার পানি ধীরগতিতে নামছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাসাবাড়িতে ফিরছেন বন্যাদুর্গত লোকজন। তবে বন্যার পানি নামলেও দুর্ভোগ কমেনি। পানিবাহিত নানা রোগ বাড়ছে।
মৌলভীবাজার জেলার মনূ ও ধলাই নদ-এ পানি কমেছে। ঘরবাড়ি থেকে পুরোপুরি পানি নেমে না যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছে ওয়াপধা সড়কে। হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি কমলেও হাওড়ের পানি না কমায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ৭টি উপজেলায় ৫৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে।
এদিকে, নেত্রকোনা, জামালপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীগুলোতে পানি কমেছে। তবে বন্যা পরিস্থিতিরি উন্নতি হলেও কমেনি দুর্ভোগ।