আন্তর্জাতিক বাজারে আবার স্বর্ণের দাম কমেছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের উইয়োমিংয়ের জ্যাকসন হোলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল।
সেখানে পাওয়েলের ভাষণে সুদের হার কী পরিমাণ বাড়ানো হতে পারে-তা নিয়ে আভাস পাওয়া যাবে। আপাতত তাই সতর্ক অবস্থানে আছেন বিনিয়োগকারীরা। ফলে বিনিয়োগ থেকে দূরে আছেন তারা। এতে দামি ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৬ আগস্ট) স্পট গোল্ডের দরপতন হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৭৫৫ দশমিক ০৯ ডলারে।
আর ইউএস গোল্ড ফিউচার্সের দাম কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্স বিকিয়েছে ১৭৬৯ দশমিক ২ ডলারে। তবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুই ধরনের স্বর্ণের মূল্যই ঊর্ধ্বমুখী হয়েছিল। সেই সঙ্গে কমেছিল প্রধান আন্তর্জাতিক মুদ্রার মান।
কিন্তু এদিন ডলার সূচক বেড়েছে। এছাড়া মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই স্বর্ণের দাম কমেছে।