বৈশ্বিক অর্থনীতির মন্থরগতি ও চাহিদা কমার শঙ্কায় ফের কমল জ্বালানি তেলের দাম। টানা তিন দিন বাড়ার পর সোমবার (২২ আগস্ট) বিশ্ববাজারে কমেছে এর দাম।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্টের অশোধিত তেলের দাম ব্যারেলে ১ ডলার ১৭ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে সোমবার বিক্রি হয় ৯৫ দশমিক ৫ ডলারে। এছাড়াও চীনের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামের ওপর। তাই এর চাহিদা কমার বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) সেপ্টেম্বর চালানের অশোধিত তেলের দাম ১ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি বিক্রি হয় ৮৯ দশমিক ৬৫ ডলারে।
এ বিষয়ে নিশান সিকিউরিটিজের গবেষণা বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) হিরোইউকি কিকুকাওয়া রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহারের চড়া বৃদ্ধির শঙ্কায় বিনিয়োগকারীরা অর্থনৈতিক ধীরগতি নিয়ে উদ্বেগে ছিল। এমন বাস্তবতায় কমেছে জ্বালানি তেলের চাহিদা।
তিনি আরও বলেন, ‘চীনের কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে ঘাটতিও উদ্বেগের বিষয়, যা অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর প্রভাব ফেলতে পারে।’
তীব্র দাবদাহ ও খরায় চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে গত সপ্তাহে বাড়িঘর, অফিস-আদালত ও শপিং মলগুলোতে বিদ্যুৎ সরবরাহ সীমিত করা হয়। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে।