প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ নয়, এই বাজেট দুর্নীতিবাজদের জন্য। আজ (শনিবার) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়।
এসময় দলটির মহাসচিব বলেন, 'প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়। একটা বিশেষ শ্রেণীর মানুষকে সুবিধা দেয়ার বাজেট। যা কেবলমাত্র সরকারের আশীর্বাদপুষ্টদের জন্য করা হয়েছে'। এই বাজেট প্রকৃতপক্ষে দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাওয়া বিপুল অঙ্কের টাকা বৈধ করার ম্যাজিক বক্স। এতে অর্থপাচার সংক্রান্ত মামলাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে'।
মির্জা ফখরুল বলেন, বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। এটা কোনও অর্থেই সাধারণ জনগণের বাজেট নয়। এটা ডলার পাচারকারী ও অর্থ লুটেরাদের বাজেট। তিনি আরও বলেন, চাল, ডাল, তেল, লবণ, চিনি ও গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য হ্রাসের কোনও কার্যকরী কৌশল না নিয়েই শুধু নিজেদের বিত্ত-বৈভব বাড়াতে এ বাজেট প্রণীত হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, নিয়মে যারা সৎ ভাবে ব্যবসা করছেন, তারা কর দিতে নিরুৎসাহিত হবেন। এর আগেও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। পাচার হওয়া টাকা দেশে আনার বৈধতা দিলে যারা নিয়মিত কর দেন, তারা হতাশ হবেন। এতে পাচারের প্রবণতা বাড়বে'।