যুদ্ধ বন্ধের জন্য ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মান ও ফ্রান্সের একাধিক নেতা। খবর বিবিসির।
বিবিসির বলছে, জার্মান চ্যাঞ্চেলের ওলাফ স্কোলাফ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানয়েল ম্যাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ৮০ মিনিটের আলাপে যুদ্ধবন্ধ সহ ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের উপর জোড় দিয়েছেন।
ক্রেমলিন পুতিনের বরাতে বলছে, মস্কো কিয়েভের সাথে আলোচনায় রাজি । তবে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সরাসরি হবে কি না সে বিষয়ে কোনো কিছু বলেন নি পুতিন।
এদিকে সম্প্রতি দনবাসে হামলা জোড়দার করেছে রাশিয়া, নিয়ন্ত্রণ নিয়েছে লিমান শহরের। এমন পরিস্থিতিতে জার্মান ও ফ্রান্সের আহ্বানে সাড়া দিলেও ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের ব্যাপারে সতর্কবার্তা উচ্চরণ করেছেন পুতিন।