পাকিস্তানের লাহোরে টানা সাত ঘণ্টার বৃষ্টিতে ২০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেছে। শনিবার (২৩শে জুলাই) পাকিস্তানের পত্রিকা ডন জানায়, বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে সর্বোচ্চ ২৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
এদিন লাহোরে ভারি বৃষ্টির সাথে বজ্রপাতও হয়েছে। বৃষ্টির পানিতে শহরের নিম্নাঞ্চলের প্রায় ৫ হাজার বাড়িঘর তলিয়ে গেছে। ডুবে গেছে রাস্তাঘাট। বিঘিœত হয়েছে গাড়ি চলাচল। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ভারি বৃষ্টি ও তীব্র বাতাসে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরের প্রাায় অর্ধেক এলাকা।
এদিকে, পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর হিসাবে, গত এক মাসে দেশটি বিভিন্নস্থানে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ২৮২ জনের প্রাণহানি হয়েছে। যাদের মধ্যে ১৬০ জনই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২১১ জন।
বৃষ্টি ও বন্যায় সবচেয়ে বেশি মারা গেছে পাঞ্জাবে, যার সংখ্যা ৫৭ জন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ায় ৫৬ ও দেশটির অন্যান্য অংশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।