গত তিন সপ্তাহে টানা ভারী বৃষ্টিতে পাকিস্তানে নারী ও শিশুসহ অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেলুচিস্তানেই মৃত্যু হয়েছে ৩৯ জনের। বুধবার (০৬ই জুলাই) সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে এতথ্য জানান দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শেরি রহমান।
গত ১৪ই জুন থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সারা দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি-ঘর, রাস্তা, সেতু, বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। তলিয়ে গিয়েছে কয়েক হাজার ফসলি জমি ও বাড়ি ঘর। ব্যাহত হচ্ছে যানচলাচল। আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।
পাকিস্তানের বেলচিস্তান সহ ইসলামাবাদ এবং পূর্ব পাঞ্জাব প্রদেশেও দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। সাম্প্রতিক সময়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ চিল ৮৭ শতাংশেরও বেশি। ফলে আকস্মিক বন্যা ও জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে দেশটির হিমবাহ দ্রুত গলে যাওয়াকে দায়ী করছেন বিষেজ্ঞরা।