রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, পারলে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাক তারা।
এক টেলিভিশন ভাষণে পুতিন বলেছেন, ‘পশ্চিমা দেশগুলো রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ জানাতে চাইছে। তাদের স্বাগত জানাচ্ছি। তারা সেই চেষ্টা করতেই পারে।’
ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী পুতিন বলেছেন, ‘আজ আমরা শুনতে পাচ্ছি, ওরা নাকি আমাদের যুদ্ধক্ষেত্রে হারাবে। আপনারা কী বলেন? ওরা চেষ্টা করে দেখুক।’
পুতিনের অভিযোগ, ‘পশ্চিমা দেশগুলো একটা নতুন বিশ্ব-ব্যবস্থা চালু করতে চাইছে। ওরা ব্যর্থ হতে বাধ্য।’ তার দাবি, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে বিশেষ অপারেশন চালাচ্ছে, তাতে আবার মাল্টি-পোলার বিশ্ব তৈরি হবে।’
পুতিন বলেছেন, ‘সকলের জানা উচিত, আমরা ইউক্রেনে সেভাবে অ্যাকশন শুরুই করেনি। তাই এখন মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসে সমঝোতায় আসুক কিয়েভ ও পশ্চিমা দেশগুলো। না হলে, যত দিন যাবে, ততই শান্তি আলোচনা কঠিন হয়ে পড়বে।’
পুতিন বলেছেন, ‘আমরা শান্তি আলোচনার বিষয়টি খারিজ করছি না। কিন্তু যারা আলোচনা চাইছে না, তাদের জানা উচিত, যত সময় যাবে, ততই এই আলোচনা করা কঠিন হবে। আমরা তো ইউক্রেনে সেভাবে অ্যাকশন শুরুই করিনি।’
রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘পশ্চিমা দেশগুলো বলছে, যতদিন ইউক্রেনের একজন মানুষ জীবিত থাকবে, ততদিন তাদের সামরিক ও আর্থিক সমর্থন দিয়ে যাবে। এটা ইউক্রেনের মানুষের কাছে খুবই বেদনাদায়ক পরিস্থিতি। কিন্তু মনে হচ্ছে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’