আগামীকাল পবিত্র হজ। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলির ‘লাব্বাইক আলাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। এরিমধ্যে মক্কায় পবিত্র কাবা শরীফে তাওয়াফ করে মিনার উদ্দেশে রওনা হয়েছেন হাজিরা।
আজ দিনভর মিনায় ইবাদত বন্দেগির পর কাল ফজরের নামাজ শেষে, হজের মূল আনুষ্ঠানিকতা পালনে আরাফাতের ময়দানে জড়ো হবেন আলাহর মেহমানরা। সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম আল-ঈসা। একইসঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি। রাতে মুজদালিফায় গিয়ে খোলা আকাশের নিচে অবস্থান শেষে, শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজীরা। পরদিন আলাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা পশু কোরবানি করবেন।
অতিমারী করোনাভাইরাসের কারণে গত দু’বছর সীমিত পরিসরে হজের আয়োজন হলেও, এবার বিদেশীদের হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার।