স্পিকার শিরীন শারমিন বলেন, পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এ সেতু আমাদের আত্মসম্মান এবং আত্মপ্রত্যয়ের সেতু। শত বাধা-বিপত্তি অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় নেতৃত্বে এ সেতু নির্মাণ করেছেন। তাই এ সেতু তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এ মতামত ব্যক্ত করেন।
তিনি বলেন, বাঙালি রুখে দাঁড়াতে এবং ঘুরে দাঁড়াতে যানে। পদ্মা সেতু হার না মানার সেতু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যেভাবে স্বাধীনতার লাল সূর্যটি ছিনিয়ে এনে ছিলাম ঠিক তেমনিভাবে আজ এবং আগামী দিনের তরুণ প্রজন্ম এই সংকল্পের মধ্য দিয়ে আবদ্ধ হচ্ছে। যে কোনো লক্ষ্য অর্জনে বাঙালি জাতি পিছিয়ে থাকবে না।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের অনেক অতিথি যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতোমধ্যে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।