আগামী নির্বাচন ইভিএমে হোক জাতীয় পার্টি তা চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম চাপিয়ে দিতে চায় না ইসি। রোববার নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলের সাথে প্রথম মতবিনিময় সভায় এসব আলোচনা হয়।
ইভিএম নিয়ে আস্থা ফেরাতে রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শুরু করেছে কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন।
প্রথম দফায় জাতীয় পার্টিসহ তেরোটি দলকে আমন্ত্রণ জানায় ইসি।
সভায় বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে ইভিএম ব্যবহারে আপত্তি জানায়। তুলে ধরেন ইভিএম নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা।
এসব অভিযোগের তাৎক্ষণিক ব্যাখা দেন ইসির ইভিএম দপ্তরের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ইভিএমে ভোট দিতে মানুষ প্রস্তুত নয়।
সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কমিশন কোনকিছু চাপিয়ে দেবে না।
পরে রাজনৈতিক দলের নেতাদের ইভিএমের বিভিন্ন যন্ত্রশাংশ সম্পর্কে বাস্তব ধারণা দেন কমিশনের কারিগরি দল।