আফগানিস্তানে তালেবানের সশস্ত্র অস্ত্রের মুখে প্রেসিডেন্ট আশরাফ গণি দেশত্যাগ করলেও এবার আফগানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।
মঙ্গলবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন।
বিনা প্রতিরোধে রাজধানী কাবুল দখলের প্রতিক্রিয়ায় তালেবানদের প্রতি প্রথম চ্যালেঞ্জ জানিয়েছেন সদ্য-প্রাক্তন আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তিনি বলেছেন, ‘দেশের মাটিতেই রয়েছি’।
সোমবার (১৬ আগস্ট) ভোরে নিজের উপস্থিতির কথা জানান দেন সদ্য প্রাক্তন হওয়া আমরুল্লাহ সালেহ।
রোববার (১৫ আগস্ট) রাতে আচমকাই চাউর হয়ে যায় যে আশরাফ গণি পালানোর পরেই পালিয়ে গিয়েছেন সালেহ।
এদিন তিনি টুইটারে এক পোস্টে বলেন, ‘আমি নিজের দেশের মাটিতেই রয়েছি। দেশের মানুষের সঙ্গে। এর পেছনে সুনির্দিষ্ট কারণ এবং লক্ষ্য রয়েছে। আমি বিশ্বাস করি ন্যায়বিচার হবে। পাকিস্তানি সমর্থন নিয়ে আমাদের দেশে ঢুকে পড়া কট্টরপন্থীদের বিরোধিতা করে যাব’।