নারীদের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে বিধ্বস্তের পর উরুগুয়েকেও হারিয়েছে ব্রাজিল। তবে এদিন হতাশ হয়নি আর্জেন্টিনাও। পেরুকে গোলবন্যায় ভাসিয়েছে তারা। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা। আর পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।
প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানো সেলেসাওরা ম্যাচের শুরু থেকেই দাপট দেখায়। পুরো ম্যাচে উরুগুয়ের গোল তাক করে ২৪টি শট করেছেন তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। সেই ৯ শটের তিনটিকে জালে জড়িয়েই জয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের। ম্যাচের ৩২ ও ৪৮ মিনিটে গোল করেন আদ্রিয়ানা লিল দা সিলভা। প্রথমার্ধের যোগ করা সময়ে বল জালে পাঠান দেবিনহা। এই জয়ে গ্রুপ বি'র শীর্ষস্থানে নিজেদের দখল মজবুত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচ ১৯ জুলাই ভেনিজুয়েলার বিপক্ষে।
এদিকে এস্তাদিও সেন্তেনারিওতে শুরু থেকেই পেরুকে চেপে ধরে আর্জেন্টিনা। মাত্র ১৮ মিনিটেই ইয়ামিলা রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ৫২, ৬২ এবং ৮৪ মিনিটে যথাক্রমে ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো, এলিয়ানা স্তাবিল এবং এরিকা লনিগ্রোর গোলে বড় জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। গ্রুপ পর্বের তলানিতে থেকে এই ম্যাচে মাঠে নামলেও বড় জয়ে এখন গ্রুপের তৃতীয় স্থানের উঠে এসেছে আর্জেন্টিনা।