উয়েফা নারী ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ইংল্যান্ডে বর্তমান চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে এই রেকর্ড গড়েছে ফরাসি নারীরা।
খেলার শুরু থেকেই দুই দল আত্মরক্ষাত্মক ফুটবল খেললে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ফ্রান্সের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন ইভে পেরিসেত।
এদিকে, অনেক চেষ্টার পরেও ফ্রান্সের বিপক্ষে গোল করতে না পারায় টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।