মাদক মামলায় গ্রেফতার হওয়া আলোচিত চিত্রনায়িকা পরীমনি অবশেষে নানা শামছুল হক গাজীর সঙ্গে কথা বলতে পেরেছেন ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের অনুমতি নিয়ে কথা বলেন তিনি। এর আগে শুনানির দিন নানা আদালত প্রাঙ্গণে এলেও কথা বলার সুযোগ পাননি এই চিত্রনায়িকা।
বনানী থানার মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় পরীমনির রিমান্ড আবেদন করে তদন্ত সংস্থা সিআইডি। পরীমনির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। এদিন সকাল সাড়ে ৮টার দিকে পরীমনিকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।
বেলা ১১টার দিকে পরীমনির সঙ্গে দেখা করতে আদালতে আসেন তার নানা ও দুই খালাতো ভাই। তারা পরীমনির রিমান্ড শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন। নাতনীকে কাঠগড়ায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নানা শামছুল হক।
রিমান্ড শুনানি শেষে পরীমনি নানার সঙ্গে কথা বলার জন্য আদালতের অনুমতি চান। অনুমতি পেলে নানা কাঠগড়ায় থাকা পরীমনির সঙ্গে পাঁচ মিনিট কথা বলার সুযোগ পান। তবে পরীমনির সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে স্বজনেরা কিছু বলেননি।