নরওয়ের রাজধানী অসলোতে শনিবার একটি নাইটক্লাবে এবং আশেপাশের রাস্তায় গুলির ঘটনায় দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের ধারণা হামলাকারী একাই ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্সের।
জানা গেছে, লন্ডন পাব এবং এর আশপাশের রাস্তায় হামলার ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ পরই হামলাকারীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র টোরে বারস্টাড।
লন্ডন পাব অসলোর প্রাণকেন্দ্রে একটি জনপ্রিয় সমকামী বার এবং নাইটক্লাব। পাবলিক ব্রডকাস্টার এনআরকে’র সাংবাদিক ওলাভ রোয়েনবার্গ বলেন, আমি এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখেছি, সে একটি বন্দুক তুলে গুলি করতে শুরু করে।
হামলার উদ্দেশ্য কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। অসলোতে আজ শনিবার আরও পরের দিকে বার্ষিক প্রাইড প্যারেড অনুষ্ঠিত হবে।
অসলো পুলিশ বিভাগ একটি টুইট বার্তায় জানিয়েছে, দুই জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রায় ১৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।