নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলার ২১টি ইউনিয়নে আওয়ামীলীগ'র সম্মেলনের সময়সূচী নির্ধারণ করার লক্ষে আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। জহির উদ্দিন চৌধুরী শাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ'র যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, জেলা আওয়ামী লীগ'র সাংস্কৃতিক সম্পাদক স্থানীয় মেয়র এডভোকেট শিব শংকর দাস, জেলা আওয়ামীলীগ'র শিক্ষা সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ,জেলা আওয়ামীলীগ'র সদস্য গোলাম শাহরিয়ার বাদল, মো.জসীম উদ্দীন আহম্মেদ,নবীনগর উপজেলা আওয়ামীলীগ'র সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব,উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, এসময় উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন, ডা.মিজানুর রহমান, সাইফুর রহমান সোহেল, মো.নাছির উদ্দিন,মাহমুদা আক্তার শিউলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২১ টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন এবং স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনে'র নেতাকর্মীরা। বিশেষ এই মতবিনিময় সভায় আগামী ১৩ অক্টোবর উপজেলা আওয়ামী লীগ'র সম্মেলনকে সামনে রেখে উপজেলার ২১ টি ইউনিয়নের আওয়ামীলীগ'র কমিটি গঠনের লক্ষে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।