কেবল অপারেটররা বলছেন, বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার না করার সরকারি নির্দেশনা অনুযায়ী দেশে এখন বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ আছে। বিদেশি চ্যানেলগুলোর যেসব অনুষ্ঠান বিজ্ঞাপনসহ সম্প্রচার করা হয়, সেগুলোর বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব না। তাই, দেশে বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব বিদেশি চ্যানেল বিজ্ঞাপনসহ অনুষ্ঠান সম্প্রচার করে, সেগুলো দেশে দেখানো যাবে না। তাই আমরা বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছি।'
বর্তমানে দেশি চ্যানেলগুলো ছাড়া আর কোনো চ্যানেল সম্প্রচার করা হচ্ছে না বলে জানান তিনি।
তিনি বলেন, 'সরকার যদি ভবিষ্যতে এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা বা ব্যবস্থা নেয়, তাহলে আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব।'