দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, সাপের কামড়, পানিতে ডুবে, ভূমিধসে এবং নানা আঘাতজনিত কারণে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুন ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে সিলেট বিভাগে ১৮ ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১৫ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ থেকে ২০ জুন পর্যন্ত দেশের চার বিভাগে বন্যার কারণে পানিবাহিত বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় ভুগেছেন ২ হাজার ১৭৯ জন, আরটিআইতে ৮৭ জন, বজ্রপাতে ১৩ জন, সর্প দংশনে ৪, পানিতে ডোবা ১৯ জন, চর্মরোগে ১৪০ জন, চোখের প্রদাহতে ৪৬ জন, আঘাতপ্রাপ্ত ২৫ ও অন্যান্য সমস্যায় পতিত হয়েছেন ৪৪২ জন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের ১৮ জন, ময়মনসিংহে ১৫ জন এবং রংপুরে ৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩১৫ জন, আরটিআইতে ১১, সর্প দংশনে ৩, পানিতে ডুবে ৩, চর্মরোগে ২২, চোখের প্রদাহ ১৮ ও আঘাত প্রাপ্ত হয়েছে ১০ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যা কবলিত চার বিভাগের ১৮৫টি উপজেলার মধ্যে ৬১টি উপজেলা প্লাবিত হয়েছে।