করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় দেশ নতুন করে দুই জনের মৃত্যু হয়েছে। আগের দিন ছয় জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২২৫ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যাটা ছিল ১ হাজার ৩২৪ জন।
শুক্রবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৩০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৯ হাজার ১০০টি। তাতে ১ হাজার ৫১টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনায় একজন করে মারা গেছেন। মারা যাওয়াদের একজন পুরুষ, একজন নারী।