দুর্নীতি লুটপাটের কারণেই বিদ্যুতের বেহাল দশা বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার ( ৬ জুলাই) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে ঈদপূর্ব খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এসময় অসহায় দুঃস্থদের মাঝে চাল, ডাল, মুরগি, তেল পেঁয়াজসহ দশ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।
অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। চারিদিকে অভাব অনটন। তিনি আরো বলেন, গণতন্ত্রের কথা বলতে দিতে হবে। সাংবাদিকদের কথা বলতে দিতে হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কথা বলেন বিদ্যুতের লোডশেডিং নিয়েও।