গোপালগঞ্জের দুটি সেতু বদলে দিয়েছে ৩ গ্রামের মানুষের জীবনযাত্রা। সোনাখালী খালের ওপর নির্মিত এই সেতু দুটি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন ৩টি গ্রামকে মূল ভূখন্ডে যুক্ত করেছে। সহজ হয়েছে মানুষের যাতায়াত ব্যবস্থা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার তিনটি গ্রাম সোনাখালী, পূর্ব সোনাখালী ও তারাইল। গ্রাম তিনটি এত দিন টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন ছিল। যাতায়াত ও পণ্য পরিবহনে পিছিয়ে ছিল এই তিন গ্রামের মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৬ কোটি টাকা ব্যয়ে টুঙ্গিপাড়া উপজেলার সোনাখালী খালের ওপর দুটি সেতু করে। যার মাধ্যমে বিচ্ছিন্ন ৩টি গ্রাম উপজেলা সদরের সঙ্গে যুক্ত হয়েছে। সদ্য নির্মিত জোড়া সেতুতে ওই তিন গ্রামের অর্থনীতির চাকাও সচল হয়েছে।
এসব এলাকার মানুষএখন কৃষিপণ্য দ্রুত বাজারজাত করতে পারছে।
এতে স্থানীয় আর্থ সামাজিক অবস্থা পাল্টে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।