এ বছর শান্তিতে নোবেল পেলেন দুইজন সাংবাদিক। তারা হলেন ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ।
শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে এ বছরের শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।
গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়।
২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সোমবার (৪ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।
তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান।
পরদিন মঙ্গলবার (৫ অক্টোবর) পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার পদার্থে নোবেল পেয়েছেন তিনজন।
তারা হলেন যুক্তরাষ্ট্রের শুকরো মানাবে, জার্মানির ক্লাউস হ্যাসেলম্যান ও ইতালির জর্জিও প্যারিসি। আমাদের জটিল ফিজিক্যাল সিস্টেমে অনবদ্য অবদান রাখায় তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।
বুধবার (৬ অক্টোবর) রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য এ পুরস্কার পেয়েছেন তারা।
এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সাহিত্যে নোবেল পেয়েছেন তাঞ্জানিয়ার আব্দুলরাজাক গুরনাহ। ঔপনিবেশিকতার প্রভাব ও উপসাগরীয় অঞ্চলে শরণার্থীদের ভাগ্য সাহিত্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার স্বীকৃতিসরূপ তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।