প্রতি বছরের ন্যায় এবারও দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। গত শুক্রবার (২২ জুলাই) থেকে শুরু হয় এই দাবানল। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার একাংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রাজ্যটিতে প্রতিবছরের মতো এবারও হেক্টরের পর হেক্টর বনভূমি পুড়ছে। রাজ্যের দমকল বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে পুড়ে গেছে ১০টির বেশি বসত ঘর। এখন পর্যন্ত সাড়ে চার হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ‘ওক ফায়ার’কে এই মর্হূতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সক্রিয় দাবানল বলছে ক্যালির্ফোনিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্টি অ্যান্ড প্রোটেকশন।
মারিপোসা কাউন্টির পরিস্থিতি অন্যান্য জায়গার তুলনায় আরও ঝুঁকিপূর্ণ। মারিপোসায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, শুষ্ক আবহাওয়া এবং অসহ্য গরমের কারণে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সপ্তাহান্তে একটি তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে। শনিবার (২৩ জুলাই) মারিপোসা কাউন্টিতে তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে যা আগামী কয়েকদিন এই স্তরে থাকতে পারে। সূত্র: বিবিসি।