উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সকাল থেকে তিস্তার বিভিন্ন পয়েন্টে পানি কমতে শুরু করেছে। লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে গত ২৪ ঘন্টায় পানি কিছুটা কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে, এখনও জলমগ্ন চার জেলার অন্তত ৩৫টি গ্রাম।
লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ, বাগডোরা, রাজপুর, কালমাটি; পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আঙ্গোরপোতা, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিন্দুর্ণা, ডাউয়াবাড়ী; কালিগঞ্জ উপজেলার চরবৈরাতী, ভোটমারী, শৈলমারী; আদিতমারী উপজেলার মহিষখোচা, চন্ডিমারী, গোবর্ধনসহ ২০টি গ্রামের ১৫হাজার বাড়ি পানিতে ডুবে রয়েছে। বন্যার্তরা আশ্রয় নিয়েছে উঁচু সড়কে ও আশ্রয়কেন্দ্রে। ডুবে গেছে আমনের বীজতলা ও রোপা আমন খেত