মাত্র তিন মিনিটে সোনা জয় করলেন নেরা। অলিম্পিকে একটি সোনা জয়ের জন্য অ্যাথলেটদের কত পরিশ্রমই না করতে হয়। অথচ কসোভোর নোরা জকোভা কি না সেটি জিতলেন মাত্র তিন মিনিটে। সোমবার টোকিও অলিম্পিকে ঘটেছে এমন ঘটনা।
মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সের সারাহ লিওনি কিসিককে। খেলার ২ মিনিট ৪৫ সেকেন্ডের সময় হঠাৎ নোরার দিকে ডাইভ দেন তিনি। যা জুডোতে সবচেয়ে বড় অপরাধ। এর শাস্তি হিসেবে সারাহ লিওনি কিসিককে পরাজিত আর নোরাকে জয়ী ঘোষণা করা হয়। এতে চূড়ান্ত লড়াইয়ে মাত্র তিন মিনিটের মধ্যেই সোনা জিতে নিলেন কসোভোর মেয়ে নোরা।
কসোভোর তৃতীয় জুডোকা হিসেবে অলিম্পিকে সোনা জিতেছেন তিনি। ফাইনালে ওঠার পথে তিনি শেষ ষোলোতে হারান নেদারল্যান্ডসের সাননে ভেরগানকে। কোয়ার্টারে হারান স্লোভেনিয়ার কাজা কাইজার আর সেমিতে তাস্কুসা ইউসিদাকে।
এবারের আসরে কসোভোর এটি দ্বিতীয় সোনা। এর আগে টোকিও অলিম্পিকে দেশটির পক্ষে সোনা জেতেন দিস্তিরা ক্রাসিনিকা। ২০১৬ রিও অলিম্পিকে কসোভোর হয়ে প্রথম সোনা জেতেন মাজলিন্দা কেলমেন্ডি।