‘বাংলাদেশ ব্যাংক ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দিতে চায়’ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) দু’দিন ব্যাপী ৯ম বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০২২ (এবিসি-২০২২) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গভর্নর বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে দেশ যখন সমস্যার মধ্যে থাকে তখনও ব্যাংকগুলোর শুধু মুনাফার চিন্তা করাটা ঠিক নয়।
এবারের ব্যাংকিং সম্মেলনে মূল আলোচ্য বিষয় ‘টেকসই উন্নয়নের পথে’। সম্মেলনে মোট ৮টি প্লানারি সেশনে ৩০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এসব সেশনের আলোচনায় অংশগ্রহণ করবেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক এবং শিক্ষার্থীরা।
২০১২ সাল থেকে নিয়মিত এই আয়োজন করছে বিআইবিএম। এই প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।