ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে আসলেন কনে। এ সময় কনের চোখে ছিল কালো সানগ্লাস। চালকের আসনে বসা কনের দুপাশে দাঁড়িয়ে ছিলেন তাঁর দুই ভাই।
ভারতের মধ্যপ্রদেশের বেতুলে এক কনে তার নিজের বিয়েতে ট্রাক্টরে করে এসেছেন। ব্যতিক্রমী আয়োজনে বিয়ের আসরে প্রবেশ করে হইচই ফেলে দিয়েছেন ওই তরুণী। তার নাম ভারতি তাগড়ে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে তার ভিডিও। ভাইরাল সেই ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে প্রবেশ করছেন কনে ভারতি তাগড়ে। আর দু’পাশে দাঁড়িয়ে তাকে সঙ্গ দিচ্ছেন দুই ভাই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মে) রাতে মধ্য প্রদেশের বেতুল জেলার জাভরা গ্রামে হয়েছে ওই বিয়ের অনুষ্ঠান। আর তাতে ট্রাক্টর চালিয়ে প্রবেশ করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন ভারতি।
এসময় ভারতি বলেন, পালকি কিংবা গাড়িতে চড়ে বিয়ের আসরে যাওয়ার রীতি অনেকটা পুরোনো হয়ে গেছে। তাই তিনি ভিন্ন কিছু করতে চেয়েছিলেন।
এর আগে, চলতি বছরের শুরুর দিকে হরিয়ানায় এক কনে তলোয়ার হাতে ঘোড়ায় চড়ে বিয়ের আসরে ঢুকে বেশ আলোড়ন ফেলেছিলেন।
https://twitter.com/i/status/1530218884036706304