অনেক স্বপ্ন নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন। সেই মিশনের শুরুতেই হোঁচট খায় টাইগাররা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হারেটাইগাররা। ফলে প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কাও জাগে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে রেকর্ড জয়ের মাধ্যমেই পরের পর্বে নাম লিখিয়েছে বাংলাদেশ।
আজ (বৃহস্পতিবার) পাপুয়া নিউ গিনির (পিএনজি) বিপক্ষে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৮১ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। সমীকরণ অনুযায়ী ৩ রানের ব্যবধানে জিতলেই নিশ্চিত হতো সুপার টুয়েলভ। তবে দুই দলের ব্যবধান মাঠেই স্পষ্ট করলেন টাইগার ক্রিকেটাররা। পিএনজিকে ৯৭ রানে অলআউট করে ৮৪ রানের রেকর্ড ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এর আগে সবচেয়ে বেশি রানে জয় ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, ৭১ রানে, ২০১২ সালে।
৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সংযুক্ত আরব আমিরাতের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। সুপার টুয়েলভের লড়াইয়ে অবশ্য কোন গ্রুপে পড়বে বাংলাদেশ সেটি চূড়ান্ত হয়নি এখনো। দিনের অপর ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে স্বাগতিক ওমান ও স্কটল্যান্ড। এ ম্যাচের ফলের উপর নির্ভর করবে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ দলের সঙ্গী হচ্ছে কে, আর সুপার টুয়েলভের কোন গ্রুপে যাচ্ছে টাইগাররা।
তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে বৃহস্পতিবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় বাংলাদেশ। ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স মাহমুদউল্লাহ, সাকিব, সাইফউদ্দিনদের; বোলাররাও দেখালেন দাপট।
টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। তবে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বাংলাদেশ।
জবাব দিতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখা যায় পিএনজিকে। বিশাল রান তাড়া করে ৯৭ রানে গুটিয়ে যায় তারা।
এতে ৮৪ রানের রেকর্ড ব্যবধানে জয় পায় বাংলাদেশ। টাইগারদের হয়ে সাকিব আল হাসান সর্বোচ্চ ৪ উইকেট নেন। এর ফলে বিশ্বকাপে পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদির সঙ্গে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে নিজের নাম লেখান বাংলাদেশি টাইগার সকিব।