আয়ের দিক দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছে ধনীদের তালিকায়। প্রায় সময় শোনা যায় ৯০০ কোটি টাকার ব্যাংক ডিপোজিটের কথা। বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদের বেতন-বোনাসও ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের চেয়ে অনেক কম। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিটিংয়ে এলো নতুন এক সিদ্ধান্ত। বিশ্বে সব কিছুর খরচ বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এর প্রভাব পড়েছে। তাই এখন থেকে খরচ বাঁচাতে যেকোনো বিদেশ সফরে সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শুধু তাই নয়, বোর্ডের প্রতিটি ডিপার্টমেন্টে সম্ভাব্য সকল খরচ কমানোর বার্তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) মিরপুরে বোর্ড সভা থেকে বেড়িয়ে গণমাধ্যমকে নাজমুল হাসান পাপন বলেন, 'সবচেয়ে বড় কথা হল আমরা যেটা দেখছি বোর্ডের ব্যয় খুব বেড়ে যাচ্ছে। দেশের কথা বলছি না, অনেক কিছুরই ব্যয় বেড়ে যাচ্ছে। যেমন আগে প্লেনের টিকিট ছিল তিন থেকে চার লাখ এখন সেটা ১০ থেকে ১১ লাখ জনপ্রতি! ওখানে হোটেল ভাড়া যেখানে আড়াইশ ডলার ছিল, সেখানে এখন ৩ শ চারশর নিচে পাওয়া যাচ্ছে না। আজকের সভায় আমরা বলেছি এই ব্যয় কমাতে হবে। '
পাপন আরও বলেন, 'কভিড পরিস্থিতিতে আমরা অনেককে দলের সাথে পাঠিয়েছিলাম। কার না কার আবার করোনা হয়ে যায়। অনেক প্লেয়ার অনেক স্টাফ বেশি করে পাঠিয়েছি যাতে করে একজন দুজন যদি বাদও পড়ে আমরা যাতে খেলতে পারি। এখন তো আর সেই পরিস্থিতি নাই। বাইরে জিনিসপত্রের দাম প্রেডিক্ট করতে পারছি না। একমাস আগে যা ছিল, সেখান থেকে বেড়ে গেছে। সে কারণেই আজ বলা হয়েছে সব ক্ষেত্রেই সব বাজেটে ব্যয় সংকোচন করতে হবে।'