প্রাক মৌসুমে প্রথম জয়ের দেখা পেল চ্যাম্পিয়ন্স লিগ ও লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে হার দিয়ে শুরু, এরপর ক্লাব আমেরিকার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি তারা। অবশেষে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে প্রথম জ তুলে নিয়েছে কোচ কার্লো অ্যানচেলত্তির দল।
রোববার (৩১ জুলাই) ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। রিয়ালের হয়ে গোল দুইটি করেন অধিনায়ক করিম বেনজেমা আর মার্কো আসেনসিও।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে উয়েফা চ্যাম্পিয়নরা। জুভেন্টাস একদমই সুবিধা করতে পারেনি। বরং গোল বাঁচাতে গিয়ে প্রথমার্ধে ১৯ মিনিটে পেনাল্টি দিয়ে বসে তারা।
ভিনিসিয়াস জুনিয়রকে দানিলো বিপজ্জনক জায়গায় ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধেও রিয়ালের দাপট অব্যাহত ছিল। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ৬৪ মিনিটে ভালভার্দের বদলি হিসেবে নামা মার্কো আসেননিও। বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।