সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আজ মঙ্গলবার (৩০শে আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে কিছু সময় নিরবতা পালন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষরও করেন ডেপুটি স্পিকার।
এসময় নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, সকল সদস্যের সমান সুযোগ দিয়ে সংবিধান ও কার্যপ্রনালী বিধি মোতাবেক দায়িত্ব পালন করবেন তিনি। প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।