জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেন প্রেসিডেন্টর ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বানও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেতে ফিনল্যান্ড এবং সুইডেনের পক্ষে সমর্থন জানাতে সম্মত হয়েছে তুরস্ক। বিবিসি জানিয়েছে, স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটোর সম্মেলনে বৈঠকের পর তিনটি দেশ একটি যৌথ স্মারক স্বাক্ষরের পর এই অগ্রগতি এসেছে।
ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, বুধবার আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড এবং সুইডেনকে জোটে যোগ দিতে আমন্ত্রণ জানাবেন ন্যাটো।