ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ঈদুল আজহার নামাজ আদায়কে কেন্দ্র জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এ কারণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘ঈদুল আজহায় গরুর হাটে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ আছে। কোনো হাট থেকে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার যায়নি।’
এ সময় তিনি, ঈদগাহে মোবাইল ডিভাইস ও ব্যাগ না আনার অনুরোধ জানান। তবে বৃষ্টির কারণে ছাতা আনা যাবে বলে জানান তিনি।