কাতার বিশ্বকাপের বাকি আরও ১৫৮ দিন। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেল দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ২২তম আসরের ৩২টি দল। যদিও গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় ২৯টি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। সে ড্র-এ তিন দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজান হয়। মঙ্গলবার (১৪ জুন) এবারের আসরের ৩২তম দল হিসেবে নিজেদের টিকিট নিশ্চিত করে কোস্টারিকা। এর মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম।
গত ৬ জুন ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে ৩০তম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ইউরোপিয়ান অঞ্চলের দল ওয়েলস। দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপের টিকিট পায় গ্যারেথ বেলরা।
এরপর ১৪ জুন আন্তঃমহাদেশীয় প্লে-অফে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে টানা পঞ্চম বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়া। ৩১তম দল হিসেবে অংশ কাপে অংশ নিচ্ছে ক্যাঙ্গারুরা।
সবশেষ মঙ্গলবার (১৪ জুন) রাতে শেষ দল হিসেবে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপ মঞ্চের টিকিট কাটে কোস্টারিকা। উত্তর আমেরিকার দলটি কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে লড়বে।
আগামী ২১ নভেম্বর পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।