চীন থেকে দেশে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন এসে পৌঁছেছে। সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভ্যাকসিন আনা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থেকে রাতেই টিকাগুলো গ্রহণ করেন। পরে তা ফ্রিজার ভ্যানে করে বেক্সিমকোতে নিয়ে যাওয়া হয়। এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
চীনের সঙ্গে করা ক্রয় চুক্তির আওতায় দেশে আসা এটি পঞ্চম চালান। এ নিয়ে দেশটি থেকে মোট এক কোটি ডোজ দেশে এসে পৌঁছেছে।
এছাড়া, গত ১৬ আগস্ট দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করেছে সরকার। এই চুক্তির ফলে চীনের সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সিনোফার্মের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে এই চুক্তি হয়।