সরকার পুলিশ দিয়ে গুলি চালিয়ে আন্দোলন দমাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (পহেলা আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজা শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিনা উসকানিতে, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করেছে। স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যা করেছে। শুধু তাই নয়, গুলি করে শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে।’ বিএনপি এতে ভীত নয় বলেও জানান মির্জা ফখরুল।
এসময় আন্দোলনের মধ্য দিয়েই সরকার পতনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।